Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক প্রশিক্ষণ” শীর্ষক প্রকল্পের আওতায় গাজীপুর জেলাধীন কালীগঞ্জ উপজেলায় ৩ মাস মেয়াদী ২ টি ট্রেডে (১. টেইলারিং ও ২. ক্রিস্টাল শো পিস ও ডেকোরেটেড কেন্ডেল মেকিং (মোমবাতি)) প্রতি ট্রেডে ২৫ জন করে ১৬-৪৫ বয়সী মহিলাদের আয়বর্ধক প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে।

১ম ব্যাচঃ জুলাই-সেপ্টেম্বর

২য় ব্যাচঃ অক্টোবর-ডিসেম্বর

৩য় ব্যাচঃ জানুয়ারি-মার্চ

৪র্থ ব্যাচঃ এপ্রিল-জুন

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সিডিউল অনুযায়ী উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ে যোগাযোগ করে এবং http://iga.dwa.gov.bd এর মাধ্যমে নির্ধারিত ফরমে আবেদন করার জন্য পরামর্শ দেওয়া হলো।