Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জন সমূহ

বিশ্বায়নের এ যুগে প্রগতিশীল সমাজ গড়ে তোলার লক্ষ্যে নারীর অধিকার, ক্ষমতায়ন ও কর্মবান্ধব পরিবেশ সৃষ্টি অত্যাবশ্যক। মহিলা বিষয়ক অধিদপ্তর রাষ্ট্র ও সমাজের মূল স্রোতধারায় নারী উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায়  কাজ করে যাচ্ছে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, কালীগঞ্জ, গাজীপুর কর্তৃক গত ৩ বছরে ভিজিডি কার্যক্রমের মাধ্যমে ৪,৯৫২ জন  দরিদ্র মহিলাদেরকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে।  ১,৪১০ জন নারীকে মাতৃত্বকালীন ভাতা প্রদান করা হয়েছে। ৬৫০ জন কর্মজীবী নারীকে ল্যাকটেটিং ভাতা সহায়তা প্রদান করা হয়েছে। ২৮ জন নারীকে ৪,২০,০০০/- টাকা ক্ষুদ্র ঋণ প্রদান করা হয়েছে। ২৭ টি সমিতির মধ্যে ১২,৩০,০০০/- টাকা অনুদান বিতরণ করা হয়েছে।  দারিদ্র বিমোচনে মাতৃত্বকালীন ভাতাপ্রাপ্ত মা’দের স্বপ্ন প্যাকেজ কর্মসূচির আওতায় ৮৪ জন নির্বাচিত স্বপ্ন মা’র মাঝে আবাসন ও স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন এবং জীবিকায়নের উপকরণ বিতরণ করা হয়েছে। আইসি ভিজিডি কর্মসূচীর আওতায় ৯৪২ জন ভিজিডি মহিলাকে ১,৪১,৩০,০০০/- আর্থিক সহায়তা ও চুক্তিবদ্ধ এনজিও কর্তৃক জীবন দক্ষতা ও আয়বর্ধকমূলক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।  ৮১ জন নারীকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আইনি সহায়তা প্রদান করা হয়েছে। “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” প্রতিযোগিতার মাধ্যমে প্রতিকূলতাকে অতিক্রম করে যে সমস্ত নারীরা সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠা লাভ করেছেন তাদের মধ্য থেকে ৫টি ক্যাটাগরীতে গত ৩ বছরে ১৫ জন নারীকে “উপজেলা পর্যায়ে সর্ব শ্রেষ্ট জয়িতা” নির্বাচন ও পুরস্কৃত করার মাধ্যমে নারীদেরকে সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে উদ্ভুদ্ধ করা হয়েছে। জাতীয় নারী উন্নয়ন নীতি-২০১১ বাস্তবায়ন কল্পে জাতীয় কর্মপরিকল্পনা-২০১৩ অনুযায়ী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।