আরিফা সুলতানা, পিতা: আহম্মদ আলী, গ্রামঃ বেরুয়া,ইউঃ বক্তারপুর, উপজেলা+ থানাঃ কালীগঞ্জ, জেলাঃ গাজীপুর। মোবাইলঃ ০১৭৫৪৪১৯০৯৯
|
বক্তারপুর ইউনিয়নের বেরুয়া গ্রামের মেয়ে আরিফা সুলতানা। জন্মের পর থেকেই চরম দারিদ্রের মধ্যে অনাহারে অর্ধাহারে বেড়ে উঠেছে। অর্থের অভাবে লেখা-পড়ার সুযোগও পায়নি। এরপরও বাংলাদেশ মাদ্রাসা বোর্ড হতে আলিম পাশ করেছে। তারপর তার পরিবার ভাল ছেলে দেখে বিবাহ দেন। স্বামীর পরিবারে এসে আরিফা সুলতানা ভাবল তার বুঝি কষ্টের দিন শেষ হলো। কিন্তু ধীরে ধীরে তার ভুল ভাঙ্গল। যৌতুকের দাবীতে স্বামী তার উপর অমানুষিক নির্যাতন শুরু করে। নির্যাতনের এক পর্যায়ে যৌতুক হিসেবে প্রথমে ১,০০,০০০/- টাকা ও পরে আরো ৫০,০০০/-টাকা পিতার বাড়ি থেকে এনে দেন। কিন্তু কিছুদিন যেতে না যেতেই তার স্বামী আবারও নির্যাতন শুর করে। স্বামীন নির্যাতনে তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়ে যায়। স্বামীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে এক পর্যায়ে আরিফা স্বামীর বাড়ি ছেড়ে চলে আসে। এরপর সে ভাবলো এভাবে আর নয়। এবার তাকে নতুন করে ঘুরে দাড়াতে হবে। সে নিজে বিভিন্ন ধরণের হস্ত শিল্পের কাজ যেমন-সেলাই, নকশী কাঁথা ইত্যাদি সহ আরো বিভিন্ন কাজ জানত। তাছাড়া সে উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান হতে প্রশিক্ষণ গ্রহণ করে এখন সে নিজেকে বিভিন্ন আয়বর্ধক কর্মকান্ডে নিয়োজিত করে নিজের পায়ে দাড়াতে সক্ষম হয়। বর্তমানে আয়বর্ধক কর্মকান্ডের পাশাপাশি সে এলাকার নারীদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদান করে আসছে। এভাবে আরিফা সুলতানা নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করেন। |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS