আছমা আহম্মেদ খান গ্রামঃ বেরুয়া, ইউঃ বক্তারপুর, উপজেলা+ থানাঃ কালীগঞ্জ, জেলাঃ গাজীপুর। মোবাইলঃ ০১৮২১৬৮৬৫৬০ |
স্বামী নাজির আহমেদ খানের স্বল্প উপার্জনে কোন রকম সংসার চলছিল । সংসারে আয় বৃদ্ধির জন্য আছমা আহম্মেদ আয় বৃদ্ধিমূলক প্রশিক্ষণে অংশগ্রণ করেন। প্রশিক্ষণ গ্রহনের পর হাঁস মুরগী পালন ও গরু মোটা তাজা করন এবং সবজি চাষ করে নিজের সংসারে আয় বৃদ্ধি করেন। এরই মাঝে আছমা আহম্মেদ খান দুই সন্তানের জননী হন। সংসারে এমন অভাব অনটনের মাঝেও দুই সন্তানের পড়াশুনা চালিয়ে যান। যার ফলস্বরুপ আছমা আহম্মেদ খানের প্রথম মেয়ে সন্তান নাজমুন নাহার ঢাকা বিশ্ববিদ্যালয় হতে এম.বি.এ পাশ করে। পরবর্তীতে ৩৭ তম বিসিএস (পররাষ্ট্র) পরীক্ষা অংশগ্রহণ করে কৃতকার্য হয়। দ্বিতীয় সন্তান মেহেদী হাসান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম.বি.এ পাশ করে। সে ৪০ তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহনের জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে এবং বর্তমানে একটি প্রাইভেট প্রতিষ্ঠানে মনোবিদ হিসেবে কর্মরত আছে। জীবন যুদ্ধে অজেয় এই মা’র সফলতা আজ সকলের মুখে মুখে। |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS